ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম : শাজাহান খান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ১৭ এপ্রিল ২০২৪  

দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম : শাজাহান খান

দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম : শাজাহান খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, সমাজে পরিবর্তন ঘটাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। ইতিবাচক সংবাদ দেশের সামগ্রিক উন্নয়ন, অগ্রযাত্রা বেগবান করে। দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।

বুধবার মাদারীপুর প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।শাজাহান খান বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সুতরাং গণমাধ্যমের ভূমিকা ছাড়া দেশের উন্নয়ন হতে পারে না। উন্নয়নের প্রতিটি স্তরে গণমাধ্যম বিশেষ ভূমিকা পালন করে। আমাদের দেশে গণমাধ্যমগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, টেলিভিশন এবং ইন্টারনেট বা অনলাইন।এ সময় সাংবাদিকদের লেখনীর মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহম্মেদ সবুজ, মাদারীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব খান শিশির, সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান প্রমুখ।

সর্বশেষ
জনপ্রিয়