ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, মাঝারি শৈত্যপ্রবাহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:১৪, ৩ জানুয়ারি ২০২৪  

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, মাঝারি শৈত্যপ্রবাহ

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, মাঝারি শৈত্যপ্রবাহ

হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে। বুধবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুঁলিয়ায়, ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক রোকনউজ্জামান জানিয়েছেন, এ জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার সকাল ৬টায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান যত কম, ঠান্ডার তীব্রতা তত বেশি।

এদিকে, সন্ধ্যার পর থেকেই হিম বাতাসের সঙ্গে বেড়েছে শীত। রাত বাড়তে থাকলে কুয়াশার সঙ্গে শিশির বৃষ্টি পড়তে দেখা যায়। ভোর থেকেই কুয়াশায় ঢেকে যায় দেশের এ প্রান্তিক জেলা।  

জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম জানান, আমাদের কাছে যে পরিমাণ শীতবস্ত্র রয়েছে তা দিয়ে আমরা জরুরি পরিস্থিতি মোকাবিলা করছি। এরই মধ্যে শীতবস্ত্রের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়