ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:১৫, ২৪ এপ্রিল ২০২৪  

কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

কিশোরগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৪ এপ্রিল বুধবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতেই শব্দ সচেতনতা ও শব্দদূষণের কুফল নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন। এরপর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস, জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা, জেলা রোভারের সাধারণ সম্পাদক কামরুল আহসান, সমকালের জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।
বক্তাগণ বলেন, এক সময় মানুষ বয়সকালে কানে কম শুনতেন। কিন্তু এখন অল্প বয়স থেকেই শ্রবণ শক্তি হ্রাস পাচ্ছে। এর অন্যতম কারণ শব্দদূষণ। উচ্চ শব্দে সভা-সমাবেশ করা, গানবাজনা করা, যানবাহনে হাইড্রোলিক হর্ণ ব্যবহার থেকে শুরু করে সকল প্রকার হর্ণ যত্রতত্র ব্যবহার করা, নির্মাণ কাজে বিভিন্ন উচ্চ শব্দের যন্ত্র ব্যবহার করা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকাসহ জনবহুল এলাকায় উচ্চ শব্দে হর্ণ বাজানোর কারণে রোগী, শিক্ষার্থীসহ সকল বয়সের মানুষের শ্রবণেন্দ্রীয় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বক্তাগণ জানান। এমনকি গর্ভের সন্তানদেরও ক্ষতি হচ্ছে। যারা শব্দদূষণ করছেন, তারা এবং তাদের পরিবারের সদস্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখনই সবাইকে এ ব্যাপারে সচেতন হবার আহবান জানানো হয়। আর শব্দদূষণ রোধ করতে শাস্তিমূলক আইনও রয়েছে। প্রয়োজনে এসব আইন প্রয়োগ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জানিয়েছেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়