ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ৪ এপ্রিল ২০২৪  

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাঙালির হাজার বছরের ঐতিহ্য বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর এ আলম খান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আছাদুজ্জামান টিটু, পাকুন্দিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক জামাল, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার উদ্দিন আহাম্মদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন, নারান্দি ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীন, পৌর কাউন্সিলর সিদ্দিক হোসেন রিপন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃত্বে উপস্থিত ছিলেন।
পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা, বাঙালির আবহমান ঐতিহ্যকে তুলে ধরে দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান, জারি গান, লাঠি খেলা, ঘুড়ি উৎসব, পিঠামেলার আয়োজন হবে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়