ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

কবিতা : ঘুমহীন বিষণ্ন রাত্রি-দিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ৪ ফেব্রুয়ারি ২০২৪  

কবিতা : ঘুমহীন বিষণ্ন রাত্রি-দিন

কবিতা : ঘুমহীন বিষণ্ন রাত্রি-দিন

মনে চলছে শৈত্যপ্রবাহ, হীম শীতল ঠান্ডা
আবেগে জমছে বরফ, কিনারাহীন সময়ে;
অনর্গল তর্কের প্রাচীরে একরাশ নীরবতা
শ্যাওলা জমা দেওয়ালে অনিচ্ছার শিশির।

মায়ার সুতোতে জড়ায় বিউগল সব সুর
গাছের পাতার মতো ঝরে পড়ে মায়ার মেদ;
জানালা কপাটহীন সাজানো কোনো ঘরে
উষ্ণতার আগল খোঁজে পাতা কুড়ানির দল।

আবহাওয়ার পূর্বাভাসে শৈত্যপ্রবাহ বাড়ে
সাথে বাড়ে যোজন যোজন ক্রোশ দূরত্ব;
দূরত্ব বাড়ে গাছের সাথে পাতার, শেকড়ের
মনের সাথে ঘুমহীন বিষণ্ন এক রাত্রি-দিনের।

সর্বশেষ
জনপ্রিয়