ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

কবিতা পর্ব : সন্ন্যাসী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ৩ ফেব্রুয়ারি ২০২৪  

কবিতা পর্ব : সন্ন্যাসী

কবিতা পর্ব : সন্ন্যাসী

এতটা বৈচিত্র্যময় মানুষ হয়ো না
আমার তোমাকে বুঝতে কষ্ট হয়
মেঘের আকাশ দেখলে বুঝতে পারি কখন বৃষ্টি নামবে
নদীর জল দেখলে বুঝতে পারি কখন আষাঢ় আসবে
গাছের পাতা দেখলে বুঝতে পারি কখন বসন্তকাল
মানুষ দেখলে বুঝতে পারি ভালো কি মন্দ
কেবল তোমাকেই বুঝতে পারি না।

আমার সম্মুখে কারুকার্যের পর্দায় নিজেকে সন্ন্যাসী করেছো
গোটা পৃথিবী চিনেছি—
অথচ তোমাকে চিনতে পারিনি।

সর্বশেষ
জনপ্রিয়