ঢাকা, রোববার   ১৬ জুন ২০২৪ ||  আষাঢ় ২ ১৪৩১

কবিতা পর্ব : শেষ অনুরোধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ২৩ মে ২০২৪  

কবিতা পর্ব : শেষ অনুরোধ

কবিতা পর্ব : শেষ অনুরোধ

শেষ অনুরোধ

যদি আর কোনোদিন না হয় কথা
খুঁজে নিও সন্ধ্যাতারা,
দেখবে সেথায় জ্বলছি কেমন
সঙ্গীবিহীন তোমায় ছাড়া।

সন্ধ্যা হলে জোনাকগুলো
নিবু নিবু জ্বালবে আলো,
খুঁজে নিও সেই আলোতে
যতই নামুক আঁধার কালো।

খুঁজে নিও বাদল জলে
ভরাট নদী, সপ্ত পাথার,
দেখবে সেথায় হৃদয় দহন
তৃপ্তিহারা সেই হাহাকার।

জোছনা ধারা তন্দ্রাহারা
আমার মতো বিশ্বনিখিল,
চিতার আগুন পোড়ায় কেমন
বাঁধনহারা এই ছেঁকা দিল।

তোমার ছাদের ফুল বাগিচায়
আসন পেতো শিউলি তলে,
শিশির জলে ভিজলে আমি
কুড়িয়ে নিও পূজার ছলে।

****

সর্বশেষ
জনপ্রিয়