ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

কবিতা পর্ব : মায়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ৩১ জানুয়ারি ২০২৪  

কবিতা পর্ব : মায়া

কবিতা পর্ব : মায়া

ভালোবাসার খড়কুটো বাড়ি জলে ভেসে গেল
তুমি তীরে দাঁড়িয়ে দেখেছো
আমাকে উদ্ধার করলে না
তোমার চোখ-মুখে হাসি দিয়ে বললে;
আমার ভেসে যাওয়ায় তুমি আনন্দিত
তোমার আনন্দে চোখের জল রেখে বলছি
আমার এই ভেঙে যাওয়া শেষ প্রস্থানের চিহ্ন।

একদিন ভালোবাসার তীব্র অভাবে রিক্ত হবে
সেদিন দেখবে দু’মুঠোতে আমি আছি
আমায় ধরতে এলে আলোর মতো ছুঁতে পারবে না
আলোরা জীবনের সকালেই আসে
আঁধারে আলোরা হারিয়ে যায়।

আমার চির প্রস্থানে তুমি বিপুল আনন্দিত হয়েছো
আজন্মকাল—
আমি তোমার সব দুঃখে ব্যথিত হবো
জেনে রেখো অভিমানে ফিরলেও
চোখের জলে তোমার জন্য মায়া রেখে দেবো।

সর্বশেষ
জনপ্রিয়