ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

কবিতা পর্ব : ভুল আঁকিবুঁকি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০২৪  

কবিতা পর্ব : ভুল আঁকিবুঁকি

কবিতা পর্ব : ভুল আঁকিবুঁকি

বেঁচে থাকা কী এক দুঃসহ-যন্ত্রণা
আবেগের স্তূপে সর্পিলাকার ঘূর্ণি
যাযাবর জীবনে নামে বিরুদ্ধ স্রোত।

ঝরে পড়া পাতার মতো নির্জীব স্বপ্ন
মিথ্যে প্রতিবিম্বে আড়ষ্ট হয় পরম সত্তা
সজীবতায় ঠেকে রাজ্যের সব হতাশা।

সামনে গ্লানি আর দুঃখবোধের পাহাড়
অনিঃশেষ যন্ত্রণার পারদে বারংবার
পুড়ে মরে অনিশ্চিত জীবন, পথচলা।

বিচ্যুতির দেওয়ালে আঁকা ভুল আঁকিবুঁকি
প্রাণোচ্ছল জীবনে ঠেকে অনিশ্চিত মৃত্যু
গতির সীমানা পেরিয়ে আবদ্ধ এ জীবন।

সর্বশেষ
জনপ্রিয়