ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

কবিতা পর্ব : বেঁচে উঠি মৃত্যু নিয়ে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১০, ৩০ জানুয়ারি ২০২৪  

কবিতা পর্ব : বেঁচে উঠি মৃত্যু নিয়ে

কবিতা পর্ব : বেঁচে উঠি মৃত্যু নিয়ে

মাঝে মাঝে আচানক, কেন মনে হয়—মরে গেছি
মরে গিয়ে বেঁচে উঠি—মৃত্যুর ভেতর, প্রাণ নিয়ে
এ জীবন, বেঁচে থাকা—আজকাল শাস্তি মনে হয়
যেন অজস্র মৃত্যুকে কাঁধে নিয়ে মৃত্যুর দিকে যাই!

প্রতি জন্মের ভেতর গোলাপের গন্ধ লিখে রাখি
চোখ দুটো খুলে নিয়ে পায়ের শিয়রে রেখে হাঁটি
নরম দূর্বার বুকে হৃদয়কে রেখে মাটি হই
শিশিরের জলে মুখ রাখি হাসোজ্জ্বল প্রতি ভোরে

অথচ প্রতিটি জন্মে করুণ মৃত্যুর জয়গান
জীবনের প্রতি লুপে ভালোবাসা এক কারাগার
মায়ার করাতকলে কেটে ফেলে প্রতিটি জীবন
মানুষের হাতে হাতে দেখি বিচ্ছিন্ন আমির দেহ!

মাঝে মাঝে আচানক, কেন মনে হয়—মরে গেছি
যাপনের রন্ধ্রে রন্ধ্রে মানুষেরা বিচ্ছু-সাপ, অগ্নি
এ জীবন, বেঁচে থাকা—তবে কোন জনমের শাস্তি?
তবুও প্রিয় খাবার-ভালোবাসা, মানুষ হৃদয়!

সর্বশেষ
জনপ্রিয়