ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

কবিতা পর্ব : পণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ১২ ফেব্রুয়ারি ২০২৪  

কবিতা পর্ব : পণ

কবিতা পর্ব : পণ

প্রতিজ্ঞা করে মানব
প্রতিশ্রুতি ভাঙার জন্য
জীবনভর তাই দেখেছি
শিখতে পারিনি এখনো

এইবার ভাবছি শিখবো
শক্তপোক্ত মন
তাম্র শিলালিপি
ললাটের বিধান
তুমি ঠিকঠাক দেখে নিও
ভাঙবো ধনুর্ভঙ্গ পণ

প্রাচীন কাল থেকে আজ অবধি
প্রস্তরখণ্ড হতে মুঠোফোন সুনামি
যা কিছু কুড়িয়েছি
সব তোমার ই,
উড়িয়েছি, হারিয়েছি...
ফিরেও পেয়েছি।

শুধু প্রতিশ্রুতি ফিরে আসেনি
আকস্মিক আগ্নেয়গিরির লার্ভার মতো
ছড়িয়ে যেতে দেখেছি
তরল তপ্ততায় অবজ্ঞায় কঠোরতায়
তবু শিখতে পারেনি কিছুই!

এইবার ভাবছি শিখবো
ইস্পাতসম মন
তপ্ত রবির কিরণ
ভাঙবো আমি পণ
তুমি ঠিকঠাক দেখে নিও
বেঁধেছি সব ক্ষণ।

সর্বশেষ
জনপ্রিয়