ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

কবিতা পর্ব : নিজের ভেতর শুয়ে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ২৯ জানুয়ারি ২০২৪  

কবিতা পর্ব : নিজের ভেতর শুয়ে

কবিতা পর্ব : নিজের ভেতর শুয়ে

কিছু মৃত্যু ছুঁয়ে যায়, নিজের ভেতর শুয়ে—
জানালায় গলে পড়া রোদ—ফিকে মনে হয়
বাইরের দৃশ্যগুলো দ্রুত পাল্টে যায়
মহাকর্ষ-অভিকর্ষ ভুলে সমস্ত শূন্যতা—
ভেঙে পড়ে বুকের বা’পাশে

তোমরা যেখানে যেতে চাও, যাও...
ছায়াপথে হেঁটে যাও, নক্ষত্র গিলে খাও
দরোজায় টোকা দিয়ো না কালের নৌকা
নিজেকে রেখে কোথাও যাওয়ার ইচ্ছে নেই

বরং সমুদ্রেই যাবো নিজেকে সঙ্গে নিয়ে
দরোজায় টোকা দিয়ো না কালের নৌকা
তোমরা যেখানে যেতে চাও, যাও...
ছায়াপথে বেঁচে থাকো হাজার বছর

নিজের ভেতর শুয়ে—মৃত্যুকে দেখতে চাই
নিজের কবর নিজেই দিতে চাই
তোমরা যেখানে যেতে চাও, যাও...

সর্বশেষ
জনপ্রিয়