ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

কবিতা পর্ব : ডানাহীন কালো বর্ণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৯, ১০ ফেব্রুয়ারি ২০২৪  

কবিতা পর্ব : ডানাহীন কালো বর্ণ

কবিতা পর্ব : ডানাহীন কালো বর্ণ

বিদীর্ণ হৃদয়ে ডানাহীন পাখিদের ভিড়
দু’চোখে ঝাপসা আলোয় নীল মৃত্যুর প্রতিচ্ছবি—
জীবনের ভারে—বুক থেকে জ্যোৎস্না খসে যায়
শুধুই নিস্ফল পার্থিব ভুলের এই সমীকরণ।
সন্ধ্যাতারার ক্যাফেইনের পথ ভোলা পথে
উন্মাদ বাউল পথিক বাড়ছে ক্রমাগত—
শিরে শিরে সেজদাহর অকৃত্রিম তিলক
অন্তঃসারশূন্য অন্তরে আরেক মহাজীবনের ডাক।

অলৌকিক আরাধ্য আলোর স্নানে ভাঙবে
পৃথিবীর কোটি বছরের নির্মম ধ্যান।
এই স্পর্শহীন শর্তে বড় হচ্ছে মানুষ—
বাড়ছে জীবনের সহস্র মহাকাব্য, উপন্যাস আর
গদ্যের কালো বর্ণের পুঞ্জীভূত অন্ধকার—
মানুষ কি পারবে এত প্রাণের মূল্য দেবার?

সর্বশেষ
জনপ্রিয়