ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কবিতা পর্ব : খেয়াল

ফেরদৌস জান্নাতুল

প্রকাশিত: ১৪:১৫, ২৮ মে ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আদি মগজ আমার
যা একটি স্যুটকেসে ভরে
পৌঁছে দিয়েছিল বসন্ত বাতাস
সে বাতাসেই আমার বাস।
নাভিমুখের কাছাকাছি যে আঁতুড়ঘর
তার পাশেই পরেছিল আম্রমুকুল
সে মুকুল পরিণত ফল হলে
প্লাবিত হয় পূর্ণ জ্যোৎস্না
যে জ্যোৎস্নালোকে জাবর কাটে চঞ্চলতা।

সর্বশেষ
জনপ্রিয়