ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফল আজই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ৫ জুন ২০২৩  

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফল আজই

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফল আজই

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। 

সোমবার (৫ জুন) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুইটি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদনকারীর মধ্যে ৯৪.৪১ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পরীক্ষার ফলাফল আজই দেওয়া হবে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য ও আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান।

সূত্র মতে, ‘ডি’ ইউনিটের চারটি বিভাগে ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেন ২ হাজার ১৩০ শিক্ষার্থী। এর মধ্যে ২ হাজার ১১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানসহ পরিদর্শক টিমের সদস্যরা।

এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপাচার্য ড. শেখ আবদুস সালাম। 

সর্বশেষ
জনপ্রিয়