ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ভোলার ১৪ গ্রামে পালিত হলো কোরবানি ঈদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ২৮ জুন ২০২৩  

ভোলার ১৪ গ্রামে পালিত হলো কোরবানি ঈদ

ভোলার ১৪ গ্রামে পালিত হলো কোরবানি ঈদ

সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। এসব গ্রামের সুরেশ্বর দরবারে পীর ও সাতকানিয়া অনুসারীরা প্রায় শতাধিক বছর ধরে এভাবে ঈদ উদযাপন করে আসছেন।

বুধবার সকাল সাড়ে ৮টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়িতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে দুই শতাধিক মানুষ জামাতে অংশ নেন। ঈদ জামাতে ইমামতি করেন সুরেশ্বর দরবার শরীফের খলিফা মো. মজনু মিয়া।

এছাড়া পর্যায়ক্রমে চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ আদায় শেষে তারা গরু কোরবানি দেন। 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়