ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

শেরপুরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সবার সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ৪ মে ২০২৪  

শেরপুরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সবার সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

শেরপুরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সবার সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

শেরপুরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সবার সহযোগিতা চেয়েছেন শেরপুরে দায়িত্ব পাওয়া নতুন পুলিশ সুপার (এসপি) আকরামুল হোসেন পিপিএম।গতকাল শুক্রবার (৩ মে) সকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও বিশেষ আইনশৃঙ্খলা সভায় এ কথা বলেন তিনি। এসময় তিনি পুলিশের দায়িত্ব পালনে পেশাদারিত্বের সঙ্গে সবাইকে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। 

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার এস এম আবু ছাইদ হিরণসহ সব থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১, ওসি ডিবি ও অন্যান্য ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের পর তিনি ২ মে শেরপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়