ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যুবশক্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ পাওয়ার হাউস : সভাপতি ডেনিস ফ্রান্সিস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:১৫, ২৮ মার্চ ২০২৪  

যুবশক্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ পাওয়ার হাউস : সভাপতি ডেনিস ফ্রান্সিস

যুবশক্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ পাওয়ার হাউস : সভাপতি ডেনিস ফ্রান্সিস

জাতিসংঘে বাংলাদেশ মিশনে স্বাধীনতা দিবসের সমাবেশে প্রধান অতিথি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস বলেছেন, ‘দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক পাওয়ার হাউসে পরিণত হয়েছে বাংলাদেশ। এটা সম্ভব হয়েছে সুশিক্ষিত কর্মশক্তি এবং উদ্যমী যুবশক্তির কারণে।’

২৬ মার্চ আয়োজিত এই সমাবেশে ডেনিস ফ্রান্সিস আরও বলেন, সবচেয়ে কঠিন সময়ে অসাধারণ শক্তি, অধ্যবসায় এবং দৃঢ় সংকল্পের কারণেই বাংলাদেশের ব্যাপক উন্নয়ন ঘটানো সম্ভব হয়েছে। অনুষ্ঠানে জাতিসংঘের পদস্থ কর্মকর্তা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত থিঙ্কট্যাংক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ছাড়াও বিভিন্ন দেশের দেড় শতাধিক স্থায়ী প্রতিনিধি অংশ নেন। স্বাগত বক্তব্যে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুুল মুহিত বলেন, মুক্তিযুদ্ধে ভয়ংকর ধ্বংসযজ্ঞ সত্ত্বেও বাংলাদেশ তার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়। বিশেষ করে গত দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। অনুষ্ঠানে সমবেত সবাইকে নিয়ে রাষ্ট্রদূত মুহিত স্বাধীনতা দিবসের কেক কাটেন।

সর্বশেষ
জনপ্রিয়