ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

ভারতের দিকে এগিয়ে আসছে ভয়াবহ বিপদ!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ৮ ডিসেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের দিকে ভয়াবহ বিপদ এগিয়ে আসছে। বিশ্বের অন্যান্য স্থানের ‍তুলনায় প্রথমবার সবচেয়ে বেশি গরমের মুখোমুখি হতে যাচ্ছে দেশটি। এতে মানুষের জীবনের বেঁচে থাকার সীমাবদ্ধতা কমে আসবে।

সম্প্রতি বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিশ্বব্যাংকের ঐ প্রতিবেদনের শিরোনাম ছিল- ভারতের শীতলতার খাতে জলবায়ু বিনিয়োগের সুবিধা। প্রতিবেদনে বলা হয়, ভারত উচ্চমাত্রার তাপমাত্রার মুখোমুখি হচ্ছে। এটি তাড়াতাড়ি আসছে এবং দীর্ঘদিন সেটি থাকবে।

২০২২ সালের এপ্রিলে গ্রীষ্মকালের শুরুতে তাপদাহের শিকার হয় ভারতের রাজধানী নয়াদিল্লি। এতে স্থবির হয় রাজধানীসহ আশপাশের এলাকা। তখন ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল। এর আগে, মার্চ মাসে তাপমাত্রা অবিশ্বাস্যভাবে বেড়ে যায়, যা সর্বকারের সব রেকর্ড ছাড়িয়ে যায়।

কেরাল সরকার ও বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে দুই দিনের ‘ভারতের জলবায়ু ও উন্নয়ন অংশীদার’ শিরোনানের অনুষ্ঠানে প্রতিবেদনটি পুরো প্রকাশ করা হবে।

সর্বশেষ
জনপ্রিয়