ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ৯ মে ২০২৪  

নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

‘স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে, খাবার খাবো পুষ্টি গুণে’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত শেরপুরের নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ওই সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিকসহ নার্সরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারনা দেওয়া। সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ পুষ্টি সপ্তাহের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়