ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি স্বর্ণপদকে ভূষিত হয়েছেন কিশোরগঞ্জের মেয়ে সুইটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৫, ২০ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্নাতকে (সম্মান) অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুটি স্বর্ণপদকে ভূষিত হয়েছেন কিশোরগঞ্জের মেয়ে তারানা তাবাসসুম সুইটি। গতকাল শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে তাকে স্বর্ণপদক প্রদান করা হয়।

প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাকে স্বর্ণপদক পরিয়ে দেন। এ সময় নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ড. জ্যঁ তিরোল, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এসএম মাকসুদ কামাল, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।

তারানা তাবাসসুম সুইটি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার খুঁদিরজঙ্গল গ্রামের গর্বিত সন্তান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অনার্সে প্রথম স্থান অর্জন করেছেন। অসাধারণ এ ফলাফলের জন্য তিনি দুটি স্বর্ণপদকে ভূষিত হয়েছেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়