ঢাকা, রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ২৩ জুন ২০২২  

সংগৃহীত

সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। জ্যোতির্বিজ্ঞানের হিসেব অনুযায়ী বৃহস্পতিবার পবিত্র জিলহজ মাস শুরু হতে পারে। সেই অনুযায়ী আরবি ১০ জিলহজ অর্থাৎ আগামী ৯ জুলাই হতে যাচ্ছে মুসলমানদের পবিত্র ঈদুল আজহা।

আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রধান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, মুসলমানরা ৯ জিলহজ আরাফাত দিবস পালন করে থাকেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা চারদিনের ছুটি পাবেন। একদিন আরাফাহ এবং অন্য তিনদিন ঈদুল আজহার। জ্যোতির্বিজ্ঞানের হিসেবে, আগামী ৮ থেকে ১১ জুলাই হতে পারে সম্ভাব্য ছুটির দিন। এই ছুটিতে নাগরিকরা দেশের বাইরেও ছুটি কাটাতে যান।  

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।

সূত্র: খালিজ টাইমস

সর্বশেষ
জনপ্রিয়