ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল অক্টোবরে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৮, ২৬ আগস্ট ২০২২  

প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল অক্টোবরে

প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল অক্টোবরে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ২০ সেপ্টেম্বর এ পরীক্ষা শেষ হবে। অক্টোবরের শুরুতে চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে। তখন পাস করা প্রার্থীদের যোগদানের প্রক্রিয়াও শুরু হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডিপিই’র মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিবুর রহমান গণমাধ্যমকে বলেন, লিখিত পরীক্ষা শেষ। মৌখিক পরীক্ষা চলমান। এরই মধ্যে দুটি ধাপ শেষে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা নেয়া হচ্ছে। সেপ্টেম্বরের ২০ তারিখে এ পরীক্ষা শেষ হওয়ার কথা।

তিনি বলেন, পরীক্ষা তিন ধাপে নেয়া হলেও চূড়ান্ত ফল একবারে প্রকাশ করা হবে। অক্টোবরের প্রথমদিকে ফল প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীদের ঐ মাস থেকেই যোগদান প্রক্রিয়া শুরু হবে।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিতে ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২ বছর পর তা শুরু করা হয়। এরপর ৩ ধাপে দেশের ৬১টি জেলায় লিখিত পরীক্ষা নেয়া হয়।

সর্বশেষ
জনপ্রিয়