ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

নেত্রকোণা জেলার কেন্দুয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:০৭, ১৫ মে ২০২৪  

নেত্রকোণা জেলার কেন্দুয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নেত্রকোণা জেলার কেন্দুয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

"স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুণে" প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ উপলক্ষে সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।বুধবার (১৫ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ এ এইচ এম খায়রুজ্জামানের সঞ্চালনায় ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ এবাদুর রহমানের সভাপতিত্বে এ সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমাদের শরীরকে ঠিক রাখতে হলে পরিমাণ মতো পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে । এ ক্ষেত্রে বিশেষ করে গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সবার সচেতনতা আবশ্যক উল্লেখ করে আরো বলেন, এ বছর আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ছিলো 'সুস্বাস্থ্য নিশ্চিত করনে কাজ করি এক সাথে ।' তাই আমাদের প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে থেকে সর্বোচ্চ চেষ্টার পাশাপাশি পুষ্টিকর খাদ্য গ্রহণে অন্যদেরকেও উৎসাহিত করতে হবে ।

আলোচনা শেষে মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাইন উদ্দিনের হাতে তুলে দেয়া হয় পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের জন্যে শুভেচ্ছা স্মারক ।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অরূপ কুমার সরকার, ডাঃ সাইফুল আবেদীন সৌরভ, নার্স, স্বাস্থ্য সহকারী, শিক্ষক, সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়