ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১১ ১৪৩১

নেত্রকোণার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে স্কাউটের মহাতাঁবু জলসা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৪, ১২ ফেব্রুয়ারি ২০২৪  

নেত্রকোণার পূর্বধলায় চারদিনব্যাপী স্কাউটের মহাতাঁবু জলসা অনুষ্ঠিত

নেত্রকোণার পূর্বধলায় চারদিনব্যাপী স্কাউটের মহাতাঁবু জলসা অনুষ্ঠিত

নেত্রকোণার পূর্বধলায় চারদিনব্যাপী ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ গতকাল রবিবার শেষ হয়েছে। এ উপলক্ষে শনিবার রাতে বর্ণাঢ্য আয়োজনে মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজ।উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মো: খবিরুল আহসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের সহধর্মীনী আমিনা সুলতানা অনন্যা, সহকারী কমিশনার ভূমি নাজনীন আখতার, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনী নুসরাত সুলতানা রুনা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহা. রাশেদুল ইসলাম, জেলা স্কাউটের সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, বাংলাদেশ স্কাউট্স এর পূর্বধলা উপজেলা কমিশনার ও ক্যাম্পচীপ সুধাংশু শেখর তালুকদার, বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল কাদির, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মো: বদরুজ্জামান প্রমুখ।

মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সমাবেশের সার্বিক কার্যক্রম তোলে ধরে বক্তব্য রাখেন স্কাউটের পূর্বধলা উপজেলা সম্পাদক মো: শহিদ মিঞা। পরে প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্য শেষে আকর্ষনীয় ক্যাম্পফায়ারের মাধ্যমে মহাতাঁবু জলসার কার্যক্রম শুরু হয়। সেই সাথে আলোক স্বজ্জায় সজ্জিত পুরোমাঠ ও মাঠের আকাশ আতশবাজির আলোয় আলোকিত হয়ে উঠে।

এরপরই সমাবেশে অংশগ্রহণকারী ৩০টি দলের মাঝে বাছাই করা ১৩টি দল সংগীত, নৃত্য, ব্যান্ডসংগীত, ইসলামী সংঙ্গীত, সম্প্রীতির বন্ধন, অভিনয় ইত্যাদি মনমুগ্ধকর পরিবেশনা উপহার দেয়। শেষে কৃতি স্কাউটদের মাঝে সনদ বিতরণ ও বিভিন্ন তাবু পরিদর্শন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও অন্যান্য অতিথিবৃন্দ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়