চিলিতে ধরা পড়লো দানবাকৃতির মাছ, সুনামির আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক

চিলিতে ধরা পড়লো দানবাকৃতির মাছ, সুনামির আশঙ্কা
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে জেলেদের জালে ১৬ ফুটের দানবাকৃতির একটি মাছ ধরা পড়েছে। এই মাছ নিয়ে রীতিমতো আলোচনার সৃষ্টি হয়েছে দেশটিতে।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশালদেহী মাছটি ‘ওরফিশ’ এবং ‘রোয়িং ফিশ’ নামে পরিচিত। এই মাছকে আবার কিং অব হেরিংসও বলা হয়। মাছটি গভীর সমুদ্রে পাওয়া যায়।
চিলিতে এই মাছকে ‘অভিশপ্ত’ বলে বিশ্বাস করা হয়। দেশটির সাধারণ মানুষের ধারণা, শক্তিশালী ভূমিকম্প বা সুনামির পূর্বাভাস পেলে মাছটি গভীর সমুদ্র থেকে উপরিভাগে চলে আসে। আর তখনই এটি জেলেদের জালে ধরা পড়ে।
এদিকে সমুদ্রের পাড়ে ক্রেন দিয়ে দানবাকৃতির এই মাছকে টেনে তোলার ছবিটি প্রকাশ্যে আসার পরই ব্যাপক শোরগোল পড়ে গেছে।
এক একটি ওরফিশের দৈর্ঘ্য ৩৬ ফুট পর্যন্তও হয়ে থাকে। তবে এই মাছ খুব বেশি দেখা যায় না।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চিলির একটি সমুদ্রসৈকতে লাখ লাখ মৃত মাছ ভেসে উঠে। পরিবেশবিদরা জানিয়েছিলেন, অক্সিজেনের অভাবে মারা গেছে মাছগুলো।
গবেষকদের মতে, আবহাওয়া খারাপের কারণে অনেক সময় ভ্যাপসা গরমের সৃষ্টি হয়। এ সময় বাতাস থাকে না, এমনকি সূর্যের আলোও চোখে পড়ে না। আর এ কারণে পানিতে অক্সিজেন কমে যায়। মরতে শুরু করে মাছ।
- আমিরাতে লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন বাংলাদেশি আরিফ
- ভূমিকম্পে ২৪ ঘণ্টায় পর পর ২ দফা কাঁপল রোমানিয়া
- হেঁচকা টানে শ্বশুরের অণ্ডকোষ ছিড়লো ছেলের বউ!
- সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১১ হাজার
- ফ্রান্সে সফররত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক
- একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করলেন বাবা, অকৃতকার্য ছেলে
- এবার রেলপথে ভারতে পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছে বাংলাদেশ
- এলিয়েন শনাক্ত করেছে চীন!
- ৭০ বছরের বৃদ্ধার সঙ্গে সাইত্রিশ বছরের স্বামীকে বিয়ে দিলেন স্ত্রী!
- চিলিতে ধরা পড়লো দানবাকৃতির মাছ, সুনামির আশঙ্কা