ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শুক্র ও শনিবার খোলা থাকবে পোশাক কারখানা সংশ্লিষ্ট ব্যাংক শাখা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ৫ জুলাই ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

কর্মীদের বেতন-বোনাস দেওয়া ও রপ্তানি বিল কেনার সুবিধার্থে ঈদের আগে আগামী শুক্র ও শনিবার তৈরি পোশাক শিল্প-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা থাকবে। ওই দুই দিন বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থাও খোলা থাকবে। এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, আসন্ন ঈদুল আজহার আগে তৈরি পোশাক-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রি এবং শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ৮ জুলাই শুক্রবার এবং ৯ জুলাই শনিবার সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখতে হবে।

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক-সংশ্লিষ্ট শাখা এর আওতায় আসবে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পূর্ণ দিবস তথা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখতে হবে। তবে নির্দিষ্ট এসব এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার ওপর চেক দেওয়া যাবে না।

সাপ্তাহিক ছুটির দিনেও সাধারণভাবে বন্দর-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা থাকে। আর ঈদের আগে এ খাতের ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক বছরগুলোতে তৈরি পোশাক-সংশ্লিষ্ট শাখা খোলা রাখা হচ্ছে।

ব্যবসা বাণিজ্য বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়