ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

যাত্রার ১০ দিন আগে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ২ এপ্রিল ২০২৩  

যাত্রার ১০ দিন আগে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু

যাত্রার ১০ দিন আগে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু

যাত্রার ১০ দিন আগে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী টিকিট কাউন্টার ও অনলাইনে গতকাল সকাল ৮টা থেকে এ টিকিট বিক্রি শুরু হয়। ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট কেনা যাবে। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গত ২২ মার্চ সংবাদ সম্মেলনে এ অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আগামী ১ এপ্রিল থেকে যাত্রার ১০ দিন আগের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তবে সময় পরিবর্তনের সিদ্ধান্ত সমন্বয়ের লক্ষ্যে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এরপর ২ এপ্রিল থেকে নতুন নিয়মে ১০ দিনের অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা কার্যকর হবে। রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গতকাল থেকে ১০ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট যতক্ষণ থাকবে ততক্ষণ অনলাইন বা কাউন্টার থেকে টিকিট কাটা যাবে। টিকিট কাটায় অনলাইন বা কাউন্টারে পৃথক কোনো কোটা নেই। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের জন্য আগামী ৭ এপ্রিল থেকে অগ্রিম টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে রেল মন্ত্রণালয়। রেলওয়ে এবার ‘টিকিট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়নে টিকিট ক্রয়ের ক্ষেত্রে এবার সহযাত্রীর নাম উল্লেখ করা বাধ্যতামূলক করেছে। যার অ্যাকাউন্টের মাধ্যমে সহযাত্রীদের টিকিট কেনা হবে, সেখানে সহযাত্রীদের নামও উল্লেখ করতে হবে। গতকাল থেকে এটি সংযোজন করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন-জেভির সিইও সন্দ্বীপ দেবনাথ।

সর্বশেষ
জনপ্রিয়