ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

ম্যাচ হেরেও বাবরের বিশ্বরেকর্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ২৩ এপ্রিল ২০২৪  

ম্যাচ হেরেও বাবরের বিশ্বরেকর্ড

ম্যাচ হেরেও বাবরের বিশ্বরেকর্ড

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে আশানুরূপ ভালো না করায় এক প্রকার সমালোচনার মুখে নেতৃত্ব ছেড়েছিলেন। তবে নেতৃত্ব যেন তাকে ছাড়তে চাইছিল না। আর তাই তো এক সিরিজ বাদেই আবার পাকিস্তানের রঙিন পোষাকের অধিনায়কত্ব পান বাবর আজম।পুনরায় অধিনায়কত্বে ফিরেই নতুন এক বিশ্ব রেকর্ড গড়েছেন বাবর। আন্তর্জাতিক টি-২০তে এতো দিন অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক ছিলেন  অস্ট্রেলিয়ার সাবেক কাপ্তান অ্যারন ফিঞ্চ। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন বাবর। 

গত রোববার (২১ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হারা ম্যাচে ২৯ বলে ৩৭ রানের ইনিংস খেলার পথে ফিঞ্চকে ছাড়িয়ে যান পাকিস্তান অধিনায়ক। দলকে নেতৃত্ব দেওয়ার সময় বাবরের রান এখন ২২৪৬, ফিঞ্চের ছিল ২২৩৬।

তালিকায় থাকা শীর্ষ পাঁচজনের তিনজনই এখনো নিজ দেশকে নেতৃত্ব দিচ্ছেন। বাবরের পাশাপাশি এই সময়ে নেতৃত্ব দেওয়া বাকি দুই জন হলেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও ভারতের রোহিত শর্মা। একমাত্র ফিঞ্চই অবসরে গেছেন। বিরাট কোহলি খেললেও অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন আগেই।

অধিনায়ক হিসেবে বাবরের ব্যাটিং গড় ৩৭.৪৩, স্ট্রাইক রেট ১২৯.৩০। শীর্ষ পাঁচে থাকা অধিনায়কদের মধ্যে একমাত্র উইলিয়ামসনের স্ট্রাইক রেটই (১২৩.৬১) বাবরের চেয়ে কম। ২০১৯ সালে প্রথমবার পাকিস্তানকে টি-২০তে নেতৃত্ব দেয়া বাবরের একটা রেকর্ড অবশ্য আগে থেকেই আছে-অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরি। 

এই ফরম্যাটে বাবরের তিনটি শতকই এসেছে অধিনায়ক থাকা অবস্থায়। অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় বাবর যৌথভাবে শীর্ষে আছেন রোহিতের সঙ্গে। আরেকটা জায়গায় অবশ্য বাবরই এগিয়ে। অধিনায়ক হিসেবে তার ৫০ বা এর বেশি রানের ইনিংস ২৩টি।

তালিকার দুইয়ে থাকা উইলিয়ামসনের ১৬টি। টি-২০তে বাংলাদেশের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৩৯ ম্যাচে ৮২৬। এ তালিকায় তিনি অবশ্য বেশ পিছিয়ে। কমপক্ষে ১ হাজার রানই আছে ১৭ জনের।

সর্বশেষ
জনপ্রিয়