ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাস পোড়ানো মামলা : বিএনপি নেতা নবী গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ২৬ মার্চ ২০২৪  

বাস পোড়ানো মামলা : বিএনপি নেতা নবী গ্রেফতার

বাস পোড়ানো মামলা : বিএনপি নেতা নবী গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বলাকা পরিবহনের একটি বাস পোড়ানোর মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীকে গ্রেফতার দেখানো হয়েছে।গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

বিএনপি ও সমমনাদের ডাকা হরতাল চলাকালে গত বছরের ১৩ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বলাকা পরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করা হয়। মামলায় নবী উল্লাহ নবী এজাহারনামীয় এক নম্বর আসামি।

গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়। বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে এ ঘটনা ঘটে। আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ৫ জানুয়ারি রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে আছেন।

সর্বশেষ
জনপ্রিয়