ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের সশস্ত্র সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:০৭, ২২ এপ্রিল ২০২৪  

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের সশস্ত্র সন্ত্রাসী নিহত

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের সশস্ত্র সন্ত্রাসী নিহত

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির এক সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার উপজেলার দুর্গম মুনলাইপাড়া এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী। তবে নিহতের নাম-পরিচয় জানানো হয়নি।আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় আজ সোমবার সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

গত ২ এপ্রিল রাতে রুমায় সন্ত্রাসী সংগঠন কেএনএফ সোনালী ব্যাংকে হামলায় ও ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে। পরেরদিন থানচিতে আরও দুটি ব্যাংকে ডাকাতির চেষ্টা চালায়। পরে র‌্যাবের মধ্যস্থতায় ম্যানেজারকে অক্ষত উদ্ধার করা হয়। কেএনএফের এই দুটি ঘটনার পর বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু হয়।

সর্বশেষ
জনপ্রিয়