ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮, ৬ মে ২০২৪  

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের পূর্ব ঘোষিত পদযাত্রা ও সমাবেশ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তবে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দিতে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়েছেন।

আজ সকাল ১০টার পর থেকেই খণ্ড খণ্ড মিছিলে মধুর ক্যান্টিন এলাকায় জড়ো হতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে লোকরাণ্য হয়ে ওঠে মধুর ক্যান্টিন, কলাভবন ও এর আশেপাশে এলাকা। মিছিলে, স্লোগানে বিশ্ববিদ্যালয় এলাকা জমিয়ে রাখেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে ছিল ফিলিস্তানের পতাকা, ফেস্টুন ও ইসরাইলি আগ্রাসন বন্ধের প্ল্যাকার্ড দেখা যায়।

বেলা ১১টার পর সেখানে এসে নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। একটু পরেই তার ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের উদ্দেশে পদযাত্রা শুরু করবে ছাত্রলীগ। 

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়