ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুলিশের ওপর হামলা : বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মতিঝিল থানায় আরেক মামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৪, ৮ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৬:৫৫, ৮ ডিসেম্বর ২০২২

বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মতিঝিল থানায় আরেক মামলা

বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মতিঝিল থানায় আরেক মামলা

রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মতিঝিল থানায় আরো একটি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে বিএনপির ২৮ নেতাকর্মীকে। তাদের মধ্যে গ্রেফতার রয়েছেন ২০ জন।

বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নয়াপল্টনে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশের ওপরর হামলা চালিয়ে মতিঝিল থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যকে আহত করার অভিযোগে বিএনপি ২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এর আগে, পল্টনের ঘটনায় বিএনপির ৪৭৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ ২ হাজার জনের বিরুদ্ধে পল্টন থানায় বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ। ঐ মামলায় আসামিদের আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে কারাগারে আটক রাখার আবেদক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার হামলার পর পুলিশের অভিযানে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কেন্দ্রীয় ৮ জন নেতা রয়েছেন।

সর্বশেষ
জনপ্রিয়