ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ড. ইউনূস ইউনেস্কোর পুরস্কার পাননি : মহিবুল হাসান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ২৭ মার্চ ২০২৪  

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে তা সঠিক নয়।তিনি বলেন, ইসরাইলি একজন ভাস্করের দেওয়া পুরস্কার ড. মুহাম্মদ ইউনূস প্রতারণামূলকভাবে ইউনেস্কোর পুরস্কার বলে প্রচারণ চালিয়েছেন।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান।

তিনি বলেন, ইউনেস্কো পুরস্কার নিয়ে মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত না থাকলে ইউনূস সেন্টারের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে ইউনেস্কো সদর দফতরে ব্যাখ্যা পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে জানা যায় ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। একাদশ গ্লোবাল বাকু সম্মেলনের শেষদিনে ড. ইউনূসের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয় বলে গত বৃহস্পতিবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো বলা হয়।

আরও পড়ুন
সর্বশেষ
জনপ্রিয়