ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন অবসরে গেলেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২৪  

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন অবসরে গিয়েছেন। সংবিধান অনুসারে ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় মঙ্গলবার তিনি অবসরে যান।এদিন দুপুর ১২টায় আপিল বিভাগের এজলাস কক্ষে তাকে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিদায়ী সংবর্ধনা দেন। এর জবাবে তিনি বক্তব্য দেন।

১৯৫৭ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন বিচারপতি বোরহান উদ্দিন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৫ সালের ৩ মার্চ অধস্তন আদালত, ১৯৮৮ সালের ১৬ জুন হাইকোর্ট বিভাগ ও ২০০২ সালের ২৭ নভেম্বর আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।

পরে ২০০৮ সালের ১৬ নভেম্বর বিচারপতি বোরহান উদ্দিন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর ২০১০ সালের ১১ নভেম্বর হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হন বিচারপতি বোরহান উদ্দিন। ২০২২ সালের ৯ জানুয়ারি বিচারপতি বোরহান উদ্দিনকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ
জনপ্রিয়