ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

চাঁদা আদায়ের সময় পাঁচ চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ১৬ মার্চ ২০২৪  

চাঁদা আদায়ের সময় পাঁচ চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ

চাঁদা আদায়ের সময় পাঁচ চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ

রাজধানীর বংশাল থানা এলাকায় পিকআপ থেকে চাঁদা আদায়ের সময় ৫ চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে বংশাল থানা পুলিশ সুরিটোলা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে— মো. রানা, মো. শফিক, মো. আক্তার, প্রদীপ ও নুর হোসেন নুরু। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ, নগদ এক হাজার ৪০০ টাকা, তিনটি লাঠি ও একটি বাঁশি উদ্ধার করা হয়।বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মইনুল ইসলাম জানান, কাঁচামালসহ একটি পিকআপ শুক্রবার রাত আড়াইটার দিকে সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফুট ওভারব্রিজের নিচে আসে। ওই সময় কয়েক ব্যক্তি লাঠি উচিয়ে ও বাঁশি বাজিয়ে গাড়িটি থামায়। এরপর একটি ৫০ টাকার রশিদ চালকের হাতে ধরিয়ে দিয়ে ৫০০ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা চালককে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ৫০০ টাকা আদায় করে।  সে সময় পিকআপ চালকের চিৎকার শুনে বংশাল থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের দৌড়ে পালানোর সময় পাঁচ জন চাাঁদাবাজকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়