ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চলতি বছরের সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৩১, ২৫ সেপ্টেম্বর ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এখন পর্যন্ত চলতি বছরের সর্বোচ্চ। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো এই সংখ্যক নতুন রোগী হাসপাতালে ভর্তি হলেন। তবে এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

রোববার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়,বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৬৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। 

সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ২৯৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৩৫৪ জন। এরমধ্যে ঢাকায় ৩০৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে নতুন ভর্তি রোগী ভর্তি হয়েছেন ১৩১ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ জন। আক্রান্ত হয়ে সারাদেশে ১৩ হাজার ৮৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ হাজার ১৮০ জন।

সর্বশেষ
জনপ্রিয়