ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচন : নির্বাচন কমিশনার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:০০, ২৯ এপ্রিল ২০২৪  

গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচন : নির্বাচন কমিশনার

গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচন : নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, দেশের জন্য নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই যারা দেশ পরিচালনা করবেন জনগণের পক্ষে, সেই জায়গাটা রদবদল হবে।

সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাবিহীন ও ভোটারবিহীন নির্বাচন কিছুটা চুন ছাড়া পানের মতো বলে এসময় জানান ইসি রাশেদা।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা যেমন জরুরি, ঠিক তেমনি ভোটার উপস্থিতি, তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ তৈরি করে দেওয়া অত্যন্ত জরুরি। তাই নির্বাচন কমিশনের পাশাপাশি সকলকে একত্রিত হয়ে এসব কাজ করতে হবে। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হবে।

এসময় জেলা প্রশাসক (ডিসি) মাহবুবুর রহমান, পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠকসহ পঞ্চগড় ও দিনাজপুর জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাচনের সব প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়