ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

ওমানের ভিসা জটিলতা নিরসনের আশ্বাস রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৬, ১ মে ২০২৪  

ওমানের ভিসা জটিলতা নিরসনের আশ্বাস রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের

ওমানের ভিসা জটিলতা নিরসনের আশ্বাস রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের

ওমানের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনসহ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে গত সোমবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে এলে এ আশ্বাস দেন তিনি।

৬ মাস ধরে বাংলাদেশিদের উপরে সব ধরণের ভিসায় নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওমান সরকার। নানা কূটনৈতিক তৎপরতার পরেও তেমন ইতিবাচক কোনো সাড়া দেয়নি দেশটি। 

আলোচনায় মাহাতাবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে বাংলাদেশে আনা, ওমানে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকা ছাড়াও বন্ড ইস্যুসহ প্রবাসীদের বিভিন্ন সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।রাষ্ট্রপতি এ সংক্রান্ত বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন। এ সময় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রবাসীদের স্বার্থে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবগত করা হয়।

এ সময় বঙ্গভবনের সামরিক সচিব, অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাতাবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়