ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হলেন বিচারপতি মো. আবু আহমেদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৪  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হলেন বিচারপতি মো. আবু আহমেদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হলেন বিচারপতি মো. আবু আহমেদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে নিয়োগ দিয়েছে সরকার। আর বর্তমান চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামকে হাইকোর্টে ফিরিয়ে নেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার আবু আহমেদ জমাদারকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ দিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী- বিচারপতি আবু আহমেদ জমাদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান ভূইয়াকে তার পিআরএল বাতিলক্রমে ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি কে এম হাফিজুল আলমকে তার পদে বহাল রাখা হয়েছে।

বিচারপতি মো. শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত থাকার সময় তাকে দেওয়া নিরাপত্তা সুবিধাসহ সবকিছু বিধি মোতাবেক পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং সদস্যরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত একজন বিচারপতির সমমর্যাদার বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা পান।

সর্বশেষ
জনপ্রিয়