ঢাকা, রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

অনুমোদনহীন সকল রেস্তোরাঁয় অভিযান চলবে : নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ২২ মার্চ ২০২৪  

অনুমোদনহীন সকল রেস্তোরাঁয় অভিযান চলবে : নির্দেশ হাইকোর্টের

অনুমোদনহীন সকল রেস্তোরাঁয় অভিযান চলবে : নির্দেশ হাইকোর্টের

রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডের গাউছিয়া টুইন পিক টাওয়ারে থাকা অনুমোদনহীন ১৩ রেস্টুরেন্ট সিলগালাই থাকবে। হাইকোর্ট বলেছেন, পিক অ্যান্ড চুজ নয়, অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান অব্যাহত রাখতে হবে।গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রেস্তোরাঁ খাতে শৃঙ্খলা ফেরাতে এ আদেশ দেন।

এ সময় শুনানিতে উপস্থিত ছিলেন অভিযান পরিচালনাকারী রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালত তার কথা শোনেন, পরে এই আদেশ দেন। রাজউকের আইনজীবী অ্যাডভোকেট ইমাম হাসান বলেন, আদালত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা শুনেছেন, রেস্তোরাঁ খাতে শৃঙ্খলা ফেরাতে আইন অনুযায়ী অভিযান চালু রাখতে বলেছেন।

এর আগে বেইলি রোড ট্র্যাজেডির পর বিভিন্ন রেস্টুরেন্টে অভিযানে গ্রেফতারকৃত রেস্তোরাঁ শ্রমিকদের তালিকা চেয়েছিলেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। একই সঙ্গে, শ্রমিকদের গ্রেফতার করা কেন অবৈধ হবে না, তা চেয়েও রুল জারি করেন আদালত। ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে বিবাদীদের।

সর্বশেষ
জনপ্রিয়