মৌলবাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : আসিফ ইনান
নিউজ ডেস্ক

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেছেন, স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে মৌলবাদের আখড়াই পরিণত হতে দেয়া যাবে না। সেজন্য বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের নেতাকর্মীকে সজাগ থাকতে হবে এবং এ ক্যাম্পাসকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিতে রূপান্তর করতে হবে।
সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৬তম বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ছাত্রলীগ নেতা ইনান বলেন, এক সময় এ ক্যাম্পাস মৌলবাদী অপশক্তি শিবিরের নৃশংসতায় তটস্থ থাকত। তারা ছাত্রলীগের অনেক নেতাকর্মীর হাত-পায়ের রগ কেটেছে। অনেকে শহীদ হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের অনেক ত্যাগের বিনিময়ে এ ক্যাম্পাসে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকা উড্ডয়িত হয়েছে। ফলে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো মৌলবাদের থাবা থেকে মুক্ত হয়েছে। এখন ক্যাম্পাসে শিক্ষার্থীরা শিবিরের রক্তের রাজনীতির পরিবর্তনে ছাত্রলীগের মেধাবৃত্তিক রাজনীতির চর্চা করে। তাই নতুন নেতৃত্বে যারা আসবেন তারা অবশ্যই ক্যাম্পাসে মৌলবাদীদের প্রতিহত করার পাশাপাশি বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশ গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন, বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা প্রমূখ।
- জিয়া হত্যার মূল পরিকল্পনাকারী কে?
- খালেদার বিদেশে চিকিৎসার আবেদন নামঞ্জুরের পেছনে ফখরুলের ষড়যন্ত্র
- ‘পাক সেনা ক্যাম্পের নারী সাপ্লায়ার’ ছিলেন সাঈদী
- বাবুনগরী-মামুনুল এর ষড়যন্ত্র ফাঁস : ক্ষমতার লোভে আল্লামা শফি খুন
- সৌদি আরবে দুর্নীতিবাজদের তালিকায় খালেদা জিয়ার নাম
- বিএনপি নামক দলের সমর্থন করার কোনো মানেই হয় না: ডা. জাফরুল্লাহ
- রোজিনাকাণ্ড: রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কে ফাঁটল ধরানোই টার্গেট
- তারেকই বিএনপির প্রধান, নিরুপায় হয়ে পড়েছেন খালেদা
- নুর গংয়ের ‘ডিজিটাল প্রতারণা’র খবর ফাঁস!
- ত্যাগী নেতাদের সরিয়ে দিয়েছে বিএনপি