আর্জেন্টিনা কাউকে ভয় পায় না: এমিলিয়ানো মার্টিনেজ
স্পোর্টস ডেস্ক

এমিলিয়ানো মার্টিনেজ
জাতীয় দলের জার্সিতে প্রথম ১৬ বছর কিছুই জিততে পারেননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে এবার এক বছরের মধ্যে দ্বিতীয় শিরোপা জিতেছেন। তার সামনে এখন ট্রেবলের সুযোগ। আর্জেন্টিনার ভালো করার রহস্য খোলাসা করেছেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনি জানালেন, আর্জেন্টিনা কাউকে ভয় পায় না।
এমি জানিয়েছেন, বর্তমানে আর্জেন্টিনার ফুটবলাররা দলটির সেরা তারকা মেসির জন্য সিংহের মতো লড়াই করছেন।
ব্রাজিলের বিপক্ষে গত বছর কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। এবার ইতালিকে হারিয়ে জিতলো ফাইনালিসিমা। ওয়েম্বলি স্টেডিয়ামে ৩-০ গোলে জিতেছে দলটি। ওই ম্যাচের পর আকাশি-নীল জার্সিধারীদের গোলবারের আস্থা হয়ে ওঠা মার্টিনেজ বলেছেন, এখন তারা বিশ্বকাপের দাবিদার।
তিনি বলেন, ‘এক বছর আগে আমরা কিছুই ছিলাম না। কারণ আমরা কোন শিরোপা জিততে পারিনি। তবে এখন আমরা বিশ্বকাপের অন্যতম ফেবারিট। কারণ আমরা শিরোপা জিততে শুরু করেছি। এর আগেও আমরা বিশ্বকাপের দাবিদার ছিলাম, কারণ আমাদের দলে বিশ্বসেরা ফুটবলার মেসি ছিলেন। আমরা সকলেই সিংহ, যারা তার জন্য লড়াই করি।’
আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে, ল্যাতিন অঞ্চল থেকে সহজে বিশ্বকাপে পা রেখেছে। কিন্তু ইউরোপের দলের বিপক্ষে না খেলায় তারা বিশ্বকাপের জন্য প্রস্তুত নয় বলে দাবি করা হয়েছিল। ওই প্রশ্নের উত্তরে এমি বলেন, ‘তারা ঠিক বলছে না। আমরা শীর্ষ পর্যায়ের জন্য প্রস্তুত। ইতালি ইউরো চ্যাম্পিয়ন এবং তারা ভালো দল।’
- উত্তপ্ত পিএসজির ড্রেসিং রুম
- ফিফা সেরা র্যাংকিংয়ে আর্জেন্টিনা, শীর্ষে ব্রাজিল
- যে একাদশ নিয়ে জাপানের বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল
- ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের তারিখ চূড়ান্ত
- আর্জেন্টিনা কাউকে ভয় পায় না: এমিলিয়ানো মার্টিনেজ
- একী কান্ড, খুশিতে কাকে জড়িয়ে ধরলেন মেসি!
- মেসি আমাকে খুন করতে চেয়েছিল: পেরেদেস
- ডি মারিয়ার গোলে এগিয়ে আর্জেন্টিনা
- মালদ্বীপে দাবাড়ু খুশবুর স্বর্ণ জয়
- বাংলা টাইগার্সের নেতৃত্বে সাকিব