ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৩০০০ সালে যেমন হবে মানুষের চেহারা

ফিচার ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ১০ নভেম্বর ২০২২  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রযুক্তি নির্ভরতা মানুষের চেহারায় দ্রুত পরিবর্তন নিয়ে আসছে। যদিও পরিবর্তন থেমে থাকে না। আদিম মানুষের চেহারা আর আধুনিক মানুষের চেহারাও আকারে রাত দিন পার্থক্য। প্রাণীকূলে মানুষের বিবর্তন থেমে নেই।

বলতে গেলে, বিবর্তনের পথ ধরেই উদ্ভিদজগৎ ও প্রাণীজগতে নানা আপাত-স্থায়ী বদল আসে; পরে সেসবও বদলে যায়। মানুষেরও শরীরে নানা বদল আসছে। দিনে দিনে সেই সব বদল মানুষের শরীরেও একটা আপাত-স্থায়ী বদল আনবে। বদলে যাবে মানুষের চেহারা।

 সম্প্রতি এরকমই এক খবর সামনে এসেছে। বলা প্রযুক্তি নির্ভরতা মানব সভ্যতার জন্য ক্ষতিকর হতে পারে। বদলে যেতে পারে মানুষের গঠনও। বলা হচ্ছে, প্রযুক্তি-নির্ভরতার কারণেই বদলে যেতে পারে মানুষের গঠন। 

টোল ফ্রি ফরোয়ার্ডিং নামে এক সংস্থার গবেষকরা ৩০০০ সাল নাগাদ মানুষের চেহারা কীভাবে বিবর্তিত হতে পারে, তার একটি মডেল তৈরি করেছেন। এর নাম দেওয়া হয়েছ ‘মিন্ডি’। মানবজাতির জন্য তা হলে কী রকম চেহারা অপেক্ষা করছে? 

সর্বশেষ
জনপ্রিয়