ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

২০ বছর পর চালু হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা শিল্পকলা একাডেমি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ১৯ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০ বছর পর প্রাণ ফিরে পেল শিল্পকলা একাডেমি। সর্বশেষ ১৯৯৪ সনে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নির্বাচিত কমিটি ২০০২ সন পর্যন্ত পরিচালনা করে শিল্পকলাটি। এর পর থেকে নিষ্ক্রিয় হয়ে পরে শিল্পকলা।

গতকাল শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭ টায় বহুবছর ধরে বন্ধ থাকা জরাজীর্ণ ভবনকে নতুন করে সম্প্রসারণ, সংস্কারকরণ এবং নবনির্মিত ফটক উদ্বোধনের মাধ্যমে শিল্পকলা একাডেমি পুন: চালুকরেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা শিল্পকলা একাডেমি খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান, পৌর মেয়র মো. শওকত উসমান (শুক্কুর আলী), সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মঈনুজ্জামান অপু, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।

উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আরিফুল হাসান উজ্জ্বল।

বহুবছর পর উপজেলা শিল্পকলাটি চালু হওয়াই কটিয়াদী অঞ্চলে সংস্কৃতি অঙ্গণে উৎসব আমেজ বিরাজ করছে। কটিয়াদী উপজেলা শিল্পকলা একাডেমির অন্যতম সদস্য সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন বলেন, শিল্পকলাটি চালু হওয়ায় অত্র উপজেলায় সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়