ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৮, ১৭ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্পাঞ্চল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব স্থাপনা উচ্ছেদ করেন শায়েস্তাগঞ্জের ইউএনও মো. মিনহাজুল ইসলাম।

এর আগে, সরকারি জায়গা থেকে স্থাপনাগুলো সরানোর নোটিশ দিয়েছিল হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। অভিযানের আগে কিছু স্থাপনা সরিয়ে নেয়া হলেও অধিকাংশ অবৈধ দখলদার গুরুত্ব দেয়নি। ফলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জের ইউএনও মো. মিনহাজুল ইসলাম জানান, শিল্পাঞ্চল হওয়ায় মহাসড়কের পাশের এসব দোকানপাটের কারণে হাজারো শ্রমিক চলাচলে দুর্ভোগ পোহাতেন। এ কারণে জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। প্রায় পাঁচ শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়