ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

স্মার্ট বাংলাদেশের স্মার্ট জেলা রূপান্তরে কিশোরগঞ্জে সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ১৪ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট জেলায় রূপান্তরে মতবিনিময় সভা হয়েছে।

গতকাল ১৩ মার্চ সোমবার বিকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ’ নামে পৃথক সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার স্মার্ট কৃষি, স্মার্ট প্রাথমিক শিক্ষা, স্মার্ট জনসংখ্যা, স্মার্ট স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে নানা রকম প্রস্তাবনা তুলে ধরা হয়।

সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, সিভিল সার্জন সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. সামছুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়