ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

স্ত্রীকে সাপে কামড়েছে, সাপকে বোতলে নিয়ে হাসপাতালে ছুটলেন স্বামী

সোশ্যাল মিডিয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:০২, ২৬ জুন ২০২২   আপডেট: ১৪:১৪, ২৬ জুন ২০২২

সংগৃহীত

সংগৃহীত

সাপ দেখলেই চক্ষু ছানাবড়া হয় না এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর! সাপ কামড়ালে পাল্টা সাপকে মানুষের কামড়ের ঘটনাও অতীতে ঘটেছে! এবার সাপের কামড়ের পর এক ব্যক্তি যা করলেন, তাতে চমকে গিয়েছেন অনেকেই।

স্ত্রীকে সাপ কামড়েছে। তড়িঘড়ি করে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান ওই ব্যক্তি। এটা তো স্বাভাবিক। কিন্তু এরপর ওই ব্যক্তি ঘটালেন অবাক কাণ্ড। স্ত্রীর পাশাপাশি সাপটিকেও বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন তিনি।

স্ত্রীর সঙ্গে সাপটিকে কেন হাসপাতালে নিয়ে গেলেন তিনি? চিকিৎকরা তো দেখে হাঁ হয়ে গেলেন!

রমেন্দ্র যাদব নামে ওই ব্যক্তিকে যখন সাপটিকে নিয়ে আসার ব্যাপারে জিজ্ঞাসা করেন চিকিৎসকরা, তখন তিনি বলেন, ‘যদি আপনারা জানতে চান, কোন সাপ কামেড়েছে আমার স্ত্রীকে, তাই সাপটিকে এনেছি!’

রমেন্দ্রের এই কথা শুনে চমকে যান চিকিৎসকরা। 

ভারতের উত্তরপ্রদেশের উন্নাওয়ের আফজল নগর এলাকায় এই ঘটনা ঘটেছে।

তার স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে স্ত্রী বাড়ি ফিরলেই ওই সাপটিকে জঙ্গলে ছেড়ে দেবেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন রমেন্দ্র।

সাপটিকে বোতলে ভরার পর যাতে তার শ্বাসকষ্ট না হয়, সে কারণে বোতলটি ফুটোও করেন রমেন্দ্র।

সাপকে নিয়ে এ রকম নানা অদ্ভুত কাণ্ডকারখানা অবশ্য নতুন নয়। এর আগেও এ ধরনের অনেক ঘটনাই ঘটেছে।

একবার এক ভিডিওতে দেখা যায়, তৃষ্ণার্ত একটি সাপকে পানি খাওয়াচ্ছেন এক ব্যক্তি।

এমন সংবাদও প্রকাশ্যে এসেছে, উত্তরপ্রদেশের বন্দা জেলায় সাপের কামড়ের পর সাপটিকে টুকরো টুকরো করে কেটে গিলে ফেলেছিলেন এক ব্যক্তি।

৪৯ বছর বয়সি মাতাবাদল সিংহ নামে ওই ব্যক্তিকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। যদিও তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন।

তবে সাপকে নিয়ে এমন ‘বাড়াবাড়ি’ মোটেও ভালো নয় বলেই মনে করেন সর্প বিশেষজ্ঞরা। এতে বিপদ আরো বাড়তে পারে বলেই ধারণা তাদের।

সর্বশেষ
জনপ্রিয়