ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুনামগঞ্জে বানভাসিদের ঢেউটিন দিয়েছেন সংসদ সদস্য ফারাজ করিম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ১৬ জুলাই ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বানভাসি মানুষের ভেঙে যাওয়া বসতঘর মেরামতের জন্য উন্নত মানের ঢেউটিন ও বাঁশ বিতরণ করেছেন চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরী।

গত শুক্রবার (১৫ জুলাই) সকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীরের নেতৃত্বে বন্যা দুর্গত এলাকা তাহিরপুর সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের গৃহহীন আসাদুজ্জামান, নাছির উদ্দীন,সুলতান নূর, হোসাইংগীর ও স্বপ্না বেগমের কাছে ঢেউটিন ও বাঁশ হস্তান্তর করেন।

রতনশ্রী গ্রামের আসাদুজ্জামান বলেন, 'বন্যার কারণে আমরা সর্বস্বান্ত হইছি। ভিটেমাটি ছাড়া হইছি। তিন বেলা খাবার যোগার করতে হিমসিম খেতে হয় ঘর বানাইমু কি দিয়ে। আইজ ঢেউটিন আর বাঁশপালা পাইছি। অখন ঘর বানাইতা ফারমু।'

একই গ্রামের সুলতান নূর বলেন, 'ফরাজ করিম সাব বাশপালা টিন না দিলে ঘর বানাইতে পারতাম না। অখন ঘরের কাজে হাত দেওন যাইব।'

স্বপ্না বেগম বলেন, 'বন্যায় আমরারে ঘর ছাড়া ঘর হারা করছে। অত দিন মাইনসের বাড়িতে আশ্রয়ে ছিলাম। আইজ ঘরের টিন বাশপালা পাইছি। এখন আবার ঘর বানাইতে ফারমু।'

তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী বলেন, 'এই বন্যায় সদর ইউনিয়নের এক হাজার ঘর সম্পূর্ণ ও দুই হাজার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত সরকারি বেসরকারি ও ব্যক্তিগত দানে ৪৮০ জনের গৃহনির্মাণ সামগ্রী দিয়ে ঘর তৈরির কাজে সহযোগিতা করা হয়েছে। বাকি আছে আরও  এক হাজার বিশ টি পরিবার। ফারাজ করিম সাবের জন্য তাহিরপুরের বানভাসি মানুষ আবার নতুন করে ঘর তৈরির স্বপ্ন দেখছে। এজন্য আমার উনার কাছে ঋণী হয়ে আছি। তিনি প্রতিটি গৃহহীন পরিবারের জন ২০ পিস উন্নত মানের ঢেউ টিন ও ১৩টি বাঁশ দিয়ে সহায়তা করেছেন।'

বালইজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, 'বালিজুড়ি ইউনিয়নে ৩০০ ঘর সম্পূর্ণ ও আংশিক ক্ষতি গ্রস্ত হয়েছে। আজ পর্যন্ত সরকারি বেসরকারি সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগে ৮১ জনের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যার কারণে অনেক সচ্ছল পরিবার সর্বহারা হয়েছেন। মানুষের সহযোগিতা ছাড়া তাদের ঘুরে দাঁড়ানোর উপায় নেই। ফারাজ করিম চৌধুরীর সুনামগঞ্জের বানভাসি অসহায় মানুষের জন্য যে সহযোগিতা করেছেন তা মানুষ আজীবন মনে রাখবে।'

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বালিজুড়ি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১৫৫ টি গৃহহীন পরিবারের মধ্যে ঢেউটিন ও ঘর তৈরির বাশ বিতরণ করা হয়। পর্যায় ক্রমে তাহিরপুর উপজেলার সবকটি ইউনিয়নের ৩৫০ টি গৃহহীন পরিবারের মধ্যে ঢেউটিন ও বাঁশ বিতরণ করা হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. রায়হান কবীর বলেন, 'তাহিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০টি পরিবারের জন্য টিন ও বাঁশ পৌঁছে দিয়েছেন। তার উপস্থিতিতে আজ তাহিরপুর সদর, বালিজুরি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পরিবারগুলোর মধ্যে টিন ও বাঁশ বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবাররের মাঝে ২ বান্ডিল টিন ও ১৩টি করে বাঁশ বিতরণ করা হচ্ছে।'

এ সময় তিনি তাহিরপুরবাসীর পক্ষে ফজলে করিম চৌধুরী, জনাব ফারাজ করিম চৌধুরী এবং তাদের সহযোগী সংস্থা, ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়