ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিলেটে বিস্ফোরক ধ্বংস করল সেনাবাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:০৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১০:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

সিলেটে বিস্ফোরক ধ্বংস করল সেনাবাহিনী

সিলেটে বিস্ফোরক ধ্বংস করল সেনাবাহিনী

সিলেটে র‌্যাবের উদ্ধারকৃত বিস্ফোরক ধ্বংস করেছে সেনাবাহিনী। ধ্বংস করা বিস্ফোরকের মধ্যে ছিল– ২৯টি ডেটোনেটর এবং ৩ কেজি ৫৮০ গ্রাম পাওয়ার জেল।আদালতের নির্দেশে গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ বেলির হাওড়ে বিস্ফোরকগুলো ধ্বংস করা হয়। এতে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের বিস্ফোরক বিশেষজ্ঞ দল অংশ নেয়।

গত বছরের ২৭ ডিসেম্বর জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পশ্চিম গ্রামের বহাই আলী টিলার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ডেটোনেটর ও পাওয়ার জেলগুলো উদ্ধার করে র‌্যাব। আদালতের নির্দেশে গতকাল সোমবার ১৭ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন সিলভিয়া ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল এগুলো ধ্বংস করে।জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক জানান, বিস্ফোরকগুলো উদ্ধারের পর জিডিমূলে র‌্যাব জৈন্তাপুর থানায় হস্তান্তর করে। সোমবার সেনাবাহিনীর বিশেষ দল এগুলো ধ্বংস করে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়